গত আসর থেকেই বদলে গেছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ফরম্যাট। এবারও ৩৬ দল নিয়ে মাঠে গড়াবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমকে সামনে রেখে হয়ে গেল গ্রুপ পর্বের ড্র।
ফ্রান্সের মোনাকোতে আয়োজন করা হয় এবারের গ্রুপ পর্বে ড্র। গত আসরের মতো এবারও থাকছে না আলাদা কোনো গ্রুপ। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি তারা খেলবে ঘরের মাঠে এবং অন্য চারটি প্রতিপক্ষের মাঠে।
প্রাথমিকভাবে চারটি পটের প্রতিটিতে রাখা হয়েছিল ৯টি করে দল। ড্রয়ে প্রতিটি পট থেকে একটি দলের দুটি করে প্রতিপক্ষ নির্বাচন করা হয়।
রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম ৮টি দল সরাসরি জায়গা করে নেবে দ্বিতীয় রাউন্ডে। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে ৮ দল পাবে শেষ ষোলোর বাকি ৮টি টিকেট।
আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত হবে লিগ পর্বের খেলা। ফাইনাল মাঠে গড়াবে ২০২৬ সালের ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।
লিগ পর্বে পট ১-এর কোন দলের প্রতিপক্ষ কারা:
পিএসজি: বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আটালান্টা (হোম), বেয়ার লেভারকুজেন (অ্যাওয়ে), টটেনহাম হটস্পার (হোম), স্পোর্টিং সিপি (অ্যাওয়ে), নিউক্যাসেল ইউনাইটেড (হোম), অ্যাথলেটিক বিলবাও (অ্যাওয়ে)
রিয়াল মাদ্রিদ: ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্সেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) কাইরাত আলমাহতি (অ্যাওয়ে)
ম্যানচেস্টার সিটি: বরুশিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বেয়ার লেভারকুজেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), গ্লিম্ট (অ্যাওয়ে), গ্যালাতাসারে (হোম), মোনাকো (অ্যাওয়ে)
বায়ার্ন মিউনিখ: চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুজ (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্টিং সিপি (হোম), পিএসভি আইন্দহোভেন (অ্যাওয়ে), ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ (হোম), পাফোস (অ্যাওয়ে)
লিভারপুল: রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), অ্যাটলেটিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি আইন্দহোভেন (হোম), মার্সেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম), গ্যালাতাসারাই (অ্যাওয়ে)
ইন্টার মিলান: লিভারপুল (হোম), বরুশিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাহা (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাহতি (হোম), ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ (অ্যাওয়ে)
চেলসি: বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আটালান্টা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম), কারাবাগ (অ্যাওয়ে)
বরুশিয়া ডর্টমুন্ড: ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), গ্লিম্ট (হোম), টটেনহাম হটস্পার (অ্যাওয়ে), অ্যাথলেটিক বিলবাও (হোম), কোপেনহেগেন (অ্যাওয়ে)
বার্সেলোনা: পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুজ (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম), নিউক্যাসেল ইউনাইটেড (অ্যাওয়ে)