Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ১১:৫৮

ফরিদ শিকদার।

খুলনা: খুলনার রূপসায় ঝুলন্ত অবস্থায় ফরিদ শিক্দার (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টায় উপজেলার ২ নং শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর শিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত আলহাজ্ব দীন মোহাম্মদ শিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা আত্মহত্যা করেছেন তিনি।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর