থাইল্যান্ডের সাংবিধানিক আদালত নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে পদচ্যুত করেছে। শুক্রবার (২৯ আগস্ট) ঘোষিত এ রায়ের ফলে মাত্র এক বছর ক্ষমতায় থাকা শিনাওয়াত্রাকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে হয়েছে।
আদালত জানায়, গত জুনে ফাঁস হওয়া এক ফোনালাপে সীমান্ত উত্তেজনার সময় তিনি কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনকে ‘চাচা’ এবং থাই সেনাপ্রধানকে ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে উল্লেখ করেছিলেন। এ ঘটনার পর থাই রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং তার জোটসঙ্গী দল সরকার থেকে সরে যায়।
রায় ঘোষণার পর বর্তমানে উপপ্রধানমন্ত্রী ফুমথাম ভেচায়াচাই অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তার নেতৃত্বাধীন মন্ত্রিসভাই দায়িত্বে থাকবে।
৩৯ বছর বয়সী পেতংতার্ন থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। তিনি শিনাওয়াত্রা পরিবারের ষষ্ঠ নেতা যিনি সেনা বা আদালতের সিদ্ধান্তে ক্ষমতাচ্যুত হয়েছেন।