ঢাকা: ৪৫তম বিসিএসের তৃতীয় পর্যায়ে মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাধারণ ক্যাডারের ৪৩২ জনকে এ পরীক্ষায় ডাকা হয়েছে। আগামী ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই পর্যায়ের ভাইভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে সাধারণ ক্যাডারের নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরধারী ৪৩২ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী ১১ এবং ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ও রবিবার) পিএসসির প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া প্রার্থীদেরকে ৪৫তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নির্ধারিত অনলাইন ফরম পিএসসির ওয়েবসাইট (http://www.bpsc.gov.bd)) থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে। ফরমের সঙ্গে প্রয়োজনীয় সনদপত্র যুক্ত করে মৌখিক পরীক্ষার দিনে সংশ্লিষ্ট বোর্ডে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।
বিশেষভাবে উল্লেখ্য, সংশ্লিষ্ট সকল সনদ বা কাগজপত্রসহ বিপিএসসি ফরম-১ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
এই বিষয়ে বিস্তারিত https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/c93e85a2_0462_4e8c_9569_c1fcfa039f7b/PDF_222.pdf
এই ঠিকানায় জানা যাবে।