বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, একদিনেই ১৬৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০৮ জন পুরুষ এবং ৫৭ জন নারী। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৩০ হাজার ৫৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর এই সময়ের মধ্যে ১১৮ জনের মৃত্যু হয়েছে।
সাধারণত বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে, কারণ এ সময় এডিস মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পায়। তবে বর্তমানে ডেঙ্গু আর কোনো নির্দিষ্ট মৌসুমের রোগ নয়, বরং এটি সারা বছরই কম-বেশি মানুষকে আক্রান্ত করছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ডেঙ্গুর প্রকোপ বাড়ায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে রোগীর ভিড় ক্রমশ বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত অনেকেই এখানে চিকিৎসা নিতে আসছেন। হাসপাতালটির বর্তমান পরিস্থিতি ক্যামেরায় ধারণ করেছেন ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।