Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্য দূর করতে রাজনীতির নতুন দর্শন নিয়ে এসেছি: সরোয়ার তুষার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ২১:১৬

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার

খুলনা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, গত ১৬ বছর ধরে আওয়ামী সরকার শাসনের নামে দেশকে শোষণ করেছে। গুম-খুন, লুটপাট, চাঁদাবাজি আর ভোট ডাকাতির মাধ্যমে মানুষের অধিকার হরণ করেছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে বৈষম্য সৃষ্টি করে কেবল মুজিববাদীরা সুবিধা ভোগ করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই দুঃশাসনের অবসান ঘটেছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা চত্বরে আয়োজিত “উঠানে নতুন সংবিধান” শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সরোয়ার তুষার বলেন, ‘আমরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছি, তা বর্তমান সংবিধানে বাস্তবায়ন সম্ভব নয়। এই সংবিধান বৈষম্য ও বিভাজনের প্রতীক। দেশে বিদ্যমান রাজনৈতিক শক্তিগুলো কেবল মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই বৈষম্য দূর করতে আমাদের নতুন রাজনৈতিক দর্শন নিয়ে মাঠে নামতে হয়েছে।’

এনসিপির খুলনা জেলা প্রধান সমন্বয়ক হাফেজ মাহমুদ হাসান ফয়জুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তানজির মাহমুদ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ। সংগঠনের দক্ষিণাঞ্চলের সংগঠক মো. ওয়াহিদ-উজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এনসিপির খুলনা মহানগর সংগঠক ডা. মো. আব্দুল্লাহ চৌধুরী, খুলনা জেলা সংগঠক আরিফিন লিয়ন চৌধুরী, দাকোপ উপজেলা অব. সর. কর্মকর্তা কর্মচারী সমিতির সভাপতি এস এম এ রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন খুলনা মহানগরের মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদ এবং স্থানীয় সংগঠক রাহাত সরদার ও খালিদ হাসান।

সারাবাংলা/এসএস

দর্শন দূর বৈষম্য রাজনীতি সরোয়ার তুষার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর