Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমলা হ্যারিসের নিরাপত্তা প্রত্যাহার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৫ ২৩:০৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ০৩:৩১

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার (২৯ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সাধারণত, সাবেক ভাইস প্রেসিডেন্টরা ছয় মাস পর্যন্ত এই নিরাপত্তা পান। কিন্তু গত বছর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করায় জো বাইডেন হ্যারিসের নিরাপত্তার মেয়াদ এক বছর বাড়িয়েছিলেন, যা ট্রাম্পের নতুন আদেশে বাতিল হলো। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ সংক্রান্ত একটি চিঠি মার্কিন গণমাধ্যম সিএনএন হাতে পেয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে সিক্রেট সার্ভিসকে আগামী ১ সেপ্টেম্বর থেকে আইন অনুযায়ী আবশ্যক সুরক্ষা ছাড়া অন্য যেকোনো নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়মানুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্টরা আজীবন এবং ভাইস প্রেসিডেন্টরা দায়িত্ব ছাড়ার পর ছয় মাস সিক্রেট সার্ভিস নিরাপত্তা পেয়ে থাকেন। সেই হিসাবে গত ২১ জুলাই কমলা হ্যারিসের নিরাপত্তা প্রদানের মেয়াদ শেষ হয়েছে। তবে গত বছরের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দিতা করায় তার নিরাপত্তা পাওয়ার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের নতুন নির্দেশে বাইডেনের সেই সিদ্ধান্ত বাতিল হলো।

এ বিষয়ে জানতে দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেয়নি সিক্রেট সার্ভিস।

কমলা হ্যারিসের উপদেষ্টা কারস্টেন অ্যালেন জানান, তিনি সিক্রেট সার্ভিসের পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞ।

তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের মুখপাত্র সিদ্ধান্তটির সমালোচনা করে বলেন, ‘জননেতাদের নিরাপত্তা কখনোই খামখেয়ালি, প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক আবেগের বিষয় হওয়া উচিত নয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর