Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ০০:১৯

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো : ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহতের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে এ বিক্ষোভে সমর্থন দিয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। দলটির উচ্চতর পরিষদের সদস্য জসীম উদ্দিন এতে নেতৃত্ব দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী লাঠিসোঠা নিয়ে দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নিয়েছেন। তারা আশপাশের ৪-৫ স্পটে পরিত্যক্ত কাগজ জমা করে তাতে আগুন দিয়েছে।

বিজ্ঞাপন

বিক্ষোভের কারণে ওই মোড় দিয়ে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গাড়ি এগিয়ে যাবার চেষ্টা করলে বিক্ষোভকারীরা ভাঙচুরের চেষ্টা করছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সারাবাংলাকে বলেন, ‘দুই নম্বর গেইট মোড়ে বিক্ষোভ হচ্ছে। যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা ঘটনাস্থলে আছি।’

এদিকে রাত পৌনে ১২টায় এক বিজ্ঞপ্তিতে নগর এনসিপির পক্ষ থেকে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং অন্যান্য নেতাকর্মীদের ওপর যৌথবাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে চট্টগ্রামের দুই নাম্বার গেইট ব্লকেড কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি, চট্টগ্রাম মহানগর পূর্ণ সংহতি জানাচ্ছে।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম নুরের ওপর হামলা বিক্ষোভ সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর