Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরুসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ০০:৩১

কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া : রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের থানা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি করে মজমপুরে গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এ সময় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সমাবেশে বক্তারা বলেন, ‘১৮ ও ২৪ সালের কোটা আন্দোলনের নেতাদের ওপর হামলা করে কখনো দমিয়ে রাখা যাবে না। গণঅভ্যুত্থানের এক বছর পর এসে এমন হামলা মেনে নেওয়া হবে না।’

বিজ্ঞাপন

বক্তারা অভিযোগ করেন, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নুরুল হক নুর, রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মীরাই করেছে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এ হামলার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে গণঅধিকার পরিষদ দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে।’

এ সময় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

কুষ্টিয়া নুরু বিক্ষোভ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর