Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরকে দেখতে এসে ঢামেকে অবরুদ্ধ উপদেষ্টা আসিফ নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ০১:২২ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ০২:০৫

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

ঢাকা: আহত নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নুরুল হক নুরের চিকিৎসার খোঁজখবর নিতে আসেন আসিফ নজরুল। তিনি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। তবে এ সময় হাসপাতালের বাইরে অবস্থানরত গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার পর হাসপাতালের বাগান গেট দিয়ে বের হন আসিফ নজরুল। এর আগে প্রায় এক ঘণ্টা তাকে সেখানে আটকে রাখা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আইন উপদেষ্টা আসিফ নজরুল নুরুল হক নুরকে দেখতে আসেন এবং কিছুক্ষণ হাসপাতালে অবস্থান করেন। এ সময় বাইরে থেকে স্লোগান দেওয়া হলেও পরে তিনি নিরাপদে বের হয়ে যান।”

বিজ্ঞাপন

বর্তমানে নুরুল হক নুর ঢামেকে ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

হামাসকে কঠোর হুমকি ট্রাম্পের
১৭ অক্টোবর ২০২৫ ১১:৫৫

আরো

সম্পর্কিত খবর