ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বাগান গেইট দিয়ে বেরিয়ে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত মধ্য রাতে তিনি ঢামেক থেকে এভাবেই বের হয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১ টা ৩৫ মিনিটে আহত নুরুল হক নুরুকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় গেটের বাইরে থাকা গণঅধিকার পরিষদের নেতারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। তারা আসিফ নজরুলকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আইন উপদেষ্টা আসিফ নজরুল আহত নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন। অনেকক্ষণ পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন। এ সময় বাইরে নেতাকর্মীরা স্লোগান দিয়ে থাকে। তিনি নুরুল হক নূরের চিকিৎসার বিষয় নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরপর হাসপাতালে বাগান গেইট দিয়ে বের হয়ে যান।