Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ হামলা বুঝিয়ে দিলো জুলাই অভ্যুত্থান এখনো শেষ হয়নি: তাসনিম জারা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ০৮:১৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ০৮:২৮

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা নুরুল হক নূরের ওপর ঘটে যাওয়া ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই হামলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে—গত বছরের জুলাই অভ্যুত্থান এখনো শেষ হয়ে যায়নি। সেই সময় খাদা বাহিনী যেভাবে নিপীড়ন চালিয়েছিল, আজও ঠিক একইভাবে হামলা পরিচালিত হচ্ছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটর মোড়ে দলীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নূর ভাইয়ের ওপর যে নিন্দনীয় হামলা আমরা দেখলাম, তা প্রমাণ করে রাষ্ট্র এখনো সংস্কারের পথে হাঁটতে পারেনি। যারা এ ধরনের হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অসুস্থ তদন্ত নয়, বরং সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে।’

বিজ্ঞাপন

তাসনিম জারা জোর দিয়ে বলেন, এই হামলা শুধু একটি ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং দেশের চলমান গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা। তিনি বলেন, ‘আমরা স্পষ্ট বুঝতে পারছি, সংস্কার না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না। এই প্রক্রিয়া চলবে যতদিন না পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যথাযথ সংস্কার সম্পন্ন হয়।’

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান শুধু একটি তারিখ নয়, এটি একটি বাস্তবতা। সেই সময় ছাত্র-যুবকদের রক্তের বিনিময়ে যে পরিবর্তনের সূচনা হয়েছিল, সেটি এখনো অসম্পূর্ণ থেকে গেছে। প্রতিটি হামলা ও ষড়যন্ত্র আমাদের মনে করিয়ে দিচ্ছে—সংস্কার প্রক্রিয়া ছাড়া দেশে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়।

এনসিপি নেতা তাসনিম জারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। তাই যে কোনো মূল্যে দোষীদের বিচারের মুখোমুখি করা, আইন-শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সারাবাংলা/এফএন/এনজে

অভ্যুত্থান এনসিপি তাসনিম জারা হামলা

বিজ্ঞাপন

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর
৩০ আগস্ট ২০২৫ ১২:৩৭

আরো

সম্পর্কিত খবর