এশিয়া কাপের ঠিক আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজ তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস।
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
আরও পড়ুন- বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ম্যাচটি উপভোগ করতে পারবেন টিভি ও অনলাইন দুই মাধ্যমেই। টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে দেখা যাবে ম্যাচটি। এছাড়াও ট্যাপম্যাড নামের অটিটিতে দেখা যাবে দুই দলের লড়াই।
পাকিস্তানেও ট্যাপম্যাডে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ। ভারতে এই ম্যাচ দেখা যাবে ফ্যানকোড নামক অনলাইন অ্যাপসে। বিশ্বের বাকি সব অঞ্চলে টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তরা।