Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১১:৫২ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৪:৩৯

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৮৯ শতাংশ। গতকাল শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে গরমে বিশেষ কোনো পরিবর্তন আসেনি।

আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, ‘আজ হালকা বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। উচ্চ আর্দ্রতার কারণে গরম কিছুটা অস্বস্তিকরই লাগতে পারে।’

সারাবাংলা/এফএন/এনজে

তাপমাত্রা হালকা বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর