কুষ্টিয়া: নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়ায় দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরণ করেছে। তাদের এবারের স্লোগান ছিল, “সড়ক দুর্ঘটনা শুধু একটি জীবনেরই ক্ষতি করে না, ধ্বংস করে দেয় তার সঙ্গে জড়িয়ে থাকা পরিবারের স্বপ্ন-আশাও।”
শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
দুপুরে শহরের মজমপুর ট্রাফিক অফিসের সামনে একটি পথসভার আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নুরুন্নবী বাবু।
পথসভায় বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর উপদেষ্টা অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।
এ সময় বক্তারা বলেন, ‘প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় বহু তাজা প্রাণ ঝরে যাচ্ছে। অসংখ্য মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে। তাই আসুন, আমরা সবাই সচেতন হয়ে সড়ককে নিরাপদ করি ও অকাল মৃত্যু থেকে নিজকে রক্ষা করি।
এসময় তারা অটোরিকশা ও ভ্যানচালকসহ সাধারণ যাত্রীদের সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন।