Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৬:৫৫ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৮:১৩

জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর

টাঙ্গাইল: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল, জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২ টার দিকে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের ছয়আনী বাজারে অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা অফিসের আসবাবপত্র ভেঙ্গে ফেলে।

এ সময় বিক্ষোভকারীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’ ইত্যাদি স্লোগান দেয়। গণঅধিকার পরিষদ ও এনসিপি নেতারা অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

বিজ্ঞাপন

পরে বিক্ষোভ মিছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নগরজলফৈ বাইপাস অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। সেখানে প্রায় আধাঘণ্টা অবস্থান করে তারা। পর সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুজন আহমেদ, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর ও জেলা এমসিপি’র প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল প্রমুখ।

নেতাকর্মীরা বলেন, ‘গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উসকানিতে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে নুরসহ অসংখ্য নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।’

টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহম্মেদ বলেন, ‘আমরা তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। তারপরেও জেলা জাতীয় পার্টির অফিসে হামলা ও ভাঙচুর চালায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সারাবাংলা/এইচআই

গণঅধিকার পরিষদ জাতীয় পার্টি ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর