ঢাকা: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ডিএমপি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, জিএম কাদের গ্রেফতার হতে পারেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর উত্তরায় জিএম কাদেরের বাসার সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের ঘিরে রাখতে দেখা গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জিএম কাদেরের বাসায় হামলার পরিকল্পনা রয়েছে বিক্ষুব্ধ জনতার-এমন খবরের ভিত্তিতে পুলিশ সদস্য বাড়ানো হয়েছে। সেখানে যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য পুলিশ রয়েছে।
সম্প্রতি রাজধানীতে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে পুলিশ-সেনাবাহিনীর সদস্যদের হাতে ভিপি নুরের আহত হওয়ার ঘটনায় ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন।
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শনিবার বলেছেন, ‘আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও কিভাবে নিষিদ্ধ করা যায় সে বিষয়ে আইনি বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
এরইমধ্যে উত্তরায় জিএম কাদেরের বাসার সামনে পুলিশ মোতায়েনের প্রেক্ষিতে সাধারণ মানুষ বলতে শুরু করেছে, সম্ভবত জিএম কাদেরকে গ্রেফতার করা হতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
ডিএমপির উত্তরা বিভাগের উপ কমিশনার মহিদুল ইসলাম বলেন, ‘জুলাই রেভুলশনারি অ্যালায়েন্সের ডাকে উত্তরার জিএম কাদেরের বাসার সামনে বিক্ষোভ মিছিল, কুশ পুত্তলিকা দাহ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে সেখানে অপ্রীতিকর পরিস্থিতি হতে পারে সেজন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।’ গ্রেফতার হওয়া বা না হওয়ার বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।