রাজবাড়ী: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বড়পুল চত্বরে অবরোধ করা হয়। অবরোধ চলাকালে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। নেতাকর্মীরা ৩০ মিনিট অবরোধ করেন।
এরপর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে করতে বড়পুল থেকে প্রেসক্লাবের সামনে এসে জাতীয় পার্টির জেলা কার্যালয়ের দিকে যাই। তখন পুলিশের বাধায় প্রেসক্লাবের সামনে তাদের বিক্ষোভ শেষ করে সমাবেশ হয়।
বিক্ষোভ মিছিলে তারা ছাত্র নাগরিক জনতা, গড়ে তুল একতা, জুলাইয়ে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ফ্যাসিবাদের গদিতে আগুন জ্বালো একসঙ্গে, ভিপি নুর আহত কেন, প্রশাসন জবাব চাই, বাহ ইউনূস চমৎকার, জাতীয় পার্টির পাহারাদার ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব রবিউল আজম, যুব অধিকার পরিষদের সেক্রেটারি ফজলে রাব্বি, ছাত্র অধিকার আন্দোলনের সভাপতি শাহিন আলম, সেক্রেটারি মো. রিদয়, ইসলামি আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি মো. আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতীয়পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং দ্রুত নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।