Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৯:৫৫

প্রতীকী ছবি। বিদ্যুতায়িত

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে আলিফ হোসেন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে সুবলপুর গ্রামের প্রতিবেশী মোশারফ হোসেনের বাড়ির ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎতের তারে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়।

মৃত আলিফ হোসেন উপজেলার সুবলপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে ও সুবলপুর রংধনু প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

শিশুটির দাদা আবু বকর মাস্টার জানান, ঘটনার সময় আলিফ ও তার এক বন্ধু মোশারফ হোসেনের বাড়ির দ্বিতীয় তলার ছাদে উঠে খেলা করছিল। খেলার একপর্যায়ে আলিফ ওই বাড়ির ছাদের ওপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎতের তারে বাঁশ দিয়ে আঘাত করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে ঝুঁলে থাকে।

বিজ্ঞাপন

পাশের বাড়ীর লোকজনসহ আলিফের তাকে উদ্ধার করে। পরে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার বর্হিবিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.মহিবুল্লাহ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

বিদ্যুতায়িত বিদ্যুতায়িত হয়ে মৃত্যু স্কুলছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর