Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজে জাতীয় বিতর্ক উৎসব–২০২৫ অনুষ্ঠিত

তিতুমীর কলেজ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫ ২০:১০

“তোমার আলোর রথ চালিয়ে ভাঙবো ঘুমের দ্বার” স্লোগানকে সামনে রেখে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব–২০২৫।

২৯ ও ৩০ আগস্ট শহীদ বরকত মিলনায়তনে আয়োজিত এই উৎসবে দেশের প্রায় ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতার্কিকরা অংশ নেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজন শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক শেখ নাজিয়া জাহান। সঞ্চালনায় ছিলেন বিতর্ক ক্লাবের ফৌজিয়া ইফফাত তন্বী ও ইমরান হোসাইন ইমরু।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বেগম, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম এবং শিক্ষক পরিষদ সম্পাদক এম. এম. আতিকুজ্জামান।

অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমেদ তার বক্তব্যে বলেন, “বিতর্ক একটি জাতির জন্য মহামূল্যবান সম্পদ। যুক্তির মাধ্যমে একটি সাধারণ বিষয়কেও যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করা সম্ভব। ভাষার লালিত্য বিতর্ককে সাহিত্যের পর্যায়ে নিয়ে যায়।”

ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব বলেন, “তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব তাদের কর্ম ও মেধার মাধ্যমে দেশের অন্যতম সেরা ক্লাবে পরিণত হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ স্বৈরশাসনের কারণে জাতির নৈতিকতা বিপর্যস্ত হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “এসএসসি পাসের পর থেকেই বিতর্ককে পাঠ্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিতর্ক চালু থাকলে একটি সমালোচনামূলক চিন্তাশীল প্রজন্ম গড়ে উঠবে।”

উল্লেখ্য, সংসদীয় বাংলা বিতর্কের ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক দল চ্যাম্পিয়ন হয় এবং রানারআপ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতর্ক দল। সমাপনী দিনে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবের পর্দা নামে।

সারাবাংলা/এমআর/এসএইচএস

তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর