ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দলটির দেওয়া ৩ দফা দাবির সঙ্গে সহমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দাবির মধ্যে রয়েছে, আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করা জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ করতে হবে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মোহাম্মদ তাহেরসহ ৮ সদস্যে প্রতিনিধি দল। এ সময় নুরের চিকিৎসার খোঁজখবর এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন তারা।
হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘নুরের ওপর হামলার এই ঘটনার পিছনে কোনো দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সরকারকে এটি উদঘাটন করতে হবে।’
তিনি বলেন, ‘শুক্রবার রাতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখলাম, এটি আগের সরকারের আমলের অত্যাচারের কথা মনে করিয়ে দেয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নুরকে চিনেই আক্রমণ করেছে। এতে আগের প্রস্তুতি ও ষড়যন্ত্র ছিল। অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা সরকারের দেখতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনার মদদ দাতাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেওয়ার কথা ছিল তা সরকারের পক্ষ থেকে দেখছি না। আমরা এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। গণঅধিকার পরিষদ যে দাবি জানিয়েছে, আওয়ামী লীগের সহযোগীদের নিষিদ্ধের ব্যপারে, আমরা তার সঙ্গে সহমত।’
ডা. তাহের বলেন, ‘ভারতের দালালদের আমরা যেভাবে মোকাবিলা করেছি, এখন যদি সেরকম করতে হয় তাহলে এ সরকাররে অনেক সমস্যা পোহাতে হবে। হামলার এই ঘটনার বিষয়ে আমরা আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করব।’ আহত নুরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো আহ্বান জানান তিনি।