ফ্রান্স: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে ফ্রান্সে অনুষ্ঠিত হলো স্বপ্ন ও সংগ্রামে জুলাই মেলবন্ধন এবং জুলাই স্মারকগ্রন্থ ‘নথিতে রক্তগন্ধ’এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত হোটেলে মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরিফ চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরবর্তীতে বাজানো হয় বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত। জুলাই গণঅভ্যুত্থানের শহিদের স্মরণে পালন করা হয় এক মিনিট নিরবতা। পরে প্রদর্শিত হয় জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক একটি প্রামাণ্যচিত্র।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টি ও তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ব্যর্থ হলে আগামীতে জনগণের ভোটে নির্বাচিত সরকারও মেয়াদ পূর্ণ করতে পারবে না।’
ফ্রান্স সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য’র সদস্য সচিব শাহ যোবায়ের ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার ফ্রান্সের সভাপতি কবি সোহেল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান।
তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সবচেয়ে বড় অবদান রেখেছে। আগামী দিনের গণতন্ত্রও তাদের হাতেই নিরাপদ থাকবে।’
অনুষ্ঠান উদ্বোধন এবং বইয়ের মোড়ক উন্মোচন করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এবং বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য’র প্রধান পৃষ্ঠপোষক আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘বর্তমানে যেভাবে চারিদিকে বট বাহিনী প্রোপাগান্ডার মাধ্যমে সাইবার যুদ্ধ চালিয়ে যাচ্ছে- তাতে করে আমাদের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাইবার ফোর্স হিসেবে কাজ করা। আমি বিশ্বাস করি এই সংগঠনটি আমাদের সাইবার ফোর্স হিসেবে কাজ করবে। ইতোমধ্যে আমি জানতে পেরেছি বিশ্বের প্রায় ২৮টি দেশ থেকে ইতোমধ্যে সদস্য সংগ্রহ করে একটি কমিটি তৈরি করা হয়েছে এবং বিশ্বের প্রায় ১২টি দেশের ৭০টি বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি ৭০ জন পোস্ট গ্রেজুয়েট শিক্ষার্থী নিয়ে একটি ইন্টেলেকচুয়াল রিসার্চ টিম করেছে। আমি সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী ও সদস্য সচিব শাহ যোবায়েরসহ সকল নেতাদের প্রতি শুভ কামনা জানাচ্ছি ‘
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহিন, বিশেষ অতিথিরা কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন শাহিন, ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ রহিম, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, সাবেক সহ-সভাপতি মাহবুব আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মাহবুব হোসেন, আইসার পরিচালক ও সামাজিক ব্যাক্তিত্ব ওবায়দুল্লাহ কায়েছ সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমদ সুইট, ফ্রান্স বিএনপি নেতা সেলিম আহমদ, ফরিদ আহমদ, মামুনুর রশীদ, রাসেল আহমদ, শেখ এমরান, শিব্বির আহমদ, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদ, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সদস্য কামাল আহমদ, মইনুল ইসলাম, একটিভিস্ট মনোয়ার পাটোয়ারী, আজীমুল হক, শফিউল আলম সজল, উজ্জল আহমদ সহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।