Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের কৃতিত্ব তাসকিনকেই দিলেন লিটন

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৫ ০৮:০২ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১০:৪১

দুর্দান্ত বোলিংয়ে ডাচ ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন তাসকিন

সন্ধ্যা নামার পর থেকেই মাঠে থাকবে শিশির, সেটা অনুমেয়ই ছিল। টসে জিতে প্রথমে বোলিং নিয়েও শিশিরের প্রভাব থেকে বাঁচতে পারেনি বাংলাদেশ। তবে এমন কন্ডিশনেও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে নেদারল্যান্ডসকে অল্পটেই আটকে দিয়েছে বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম টি-২০তে সহজ জয়ের পর অধিনায়ক লিটন দাস তাই বড় কৃতিত্ব দিচ্ছেন তাসকিনকেই।

বোলিংয়ে এসেই দলকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন। নিজের প্রথম ওভারে নেন দুই উইকেট। শেষ দুই ওভারে নিয়েছেন আরও দুই উইকেট। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে।

৮ উইকেটের বড় জয়ের পর অধিনায়ক লিটন প্রশংসায় ভাসিইয়েছে তাসকিনকে, ‘আজকে মাঠে শুরু থেকেই শিশির ছিল। বোলাররা খুবই ভালো করেছে। তবে আলাদাভাবে বলতে গেলে তাসকিন দুর্দান্ত বোলিং করেছে। মোস্তাফিজও ভালো করেছে। মাঝের সময়টায় সাইফও দারুণ ছিল।’

বিজ্ঞাপন

অল্প রান তাড়া করতে নেমে স্বাচ্ছন্দ্যের সঙ্গেই খেলেছেন ব্যাটাররা, জানালেন লিটন, ‘এই উইকেটে ১৩৭ রান বড় ব্যাপার নয়। ইমন যেভাবে শুরু করেছে, আমাদের জন্য কাজটা সহজ হয়ে গেছে। আমরা শুধু মোমেন্টামটা ধরে রাখতে চেয়েছি।’

আগামী ১ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস।

সারাবাংলা/এফএম

তাসকিন আহমেদ বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ লিটন দাস

বিজ্ঞাপন

আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ
১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৮

আরো

সম্পর্কিত খবর