Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
অপ্রতিরোধ্য রিয়াল, টানা ৩ জয়ে শীর্ষস্থান দখল

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৫ ০৯:০৬

লা লিগায় টানা তৃতীয় জয় পেল রিয়াল

প্রথম ম্যাচে কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয় ম্যাচে সহজ জয় তুলে নিয়েছিলেন তারা। লা লিগায় তৃতীয় ম্যাচেও রিয়াল মাদ্রিদ যেন অপ্রতিরোধ্য। পিছিয়ে পড়েও মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে এল রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৭ মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়াল। এমবাপের গোল অবশ্য ভিএআরের সাহায্য নিয়ে বাতিল করেন রেফারি।

১৮ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে রিয়াল। স্বাগতিকদের চমকে দিয়ে মুরিকির গোলে লিড নেয় সফরকারীরা।

গোল হজম করে অবশ্য দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। ৩৭ মিনিটে হুইসেনের অ্যাসিস্টে ম্যাচে সমতা ফেরান আরদা গুলার।

ঠিক এক মিনিট পড়েই ম্যাচে লিড নেয় রিয়াল। ভালভার্দের বাড়ানো বলে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক শটে বল জালে কোরআন ভিনিসিয়াস জুনিয়র। ২-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল।

বিজ্ঞাপন

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি দুই দলের কেউই। জয় নিয়েই তাই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রিয়াল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর