Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ফের সংঘর্ষ, প্রোভিসিসহ আহত অনেকে

চবি করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৩:৪৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৫:৩১

চবিতে স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের শুরু হয়েছে। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ চলছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনসহ আরও অনেকে আহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলকায় সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের সংঘর্ষের জের ধরে স্থানীয়রা সকালে ২ নম্বর গেইটে অবস্থানরত শিক্ষার্থীদের বাসার সামনে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে শুরু করে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে প্রচার হলে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা দুই নম্বর গেইটের দিকে জড়ো হয়। এসময় স্থানীয়রা শিক্ষার্থীদের দিকে ইট-পাটকেল মারতে শুরু করে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ চলছে।

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখারে যান উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিনসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা। তাদের মধ্যে কামালসহ কয়েকজন আহত হন।

সংঘাতে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, শিক্ষার্থীসহ অনেকে আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর