চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ চলছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনসহ আরও অনেকে আহত হয়েছেন।
রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলকায় সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের সংঘর্ষের জের ধরে স্থানীয়রা সকালে ২ নম্বর গেইটে অবস্থানরত শিক্ষার্থীদের বাসার সামনে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে শুরু করে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে প্রচার হলে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা দুই নম্বর গেইটের দিকে জড়ো হয়। এসময় স্থানীয়রা শিক্ষার্থীদের দিকে ইট-পাটকেল মারতে শুরু করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ চলছে।
পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখারে যান উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিনসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা। তাদের মধ্যে কামালসহ কয়েকজন আহত হন।
সংঘাতে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, শিক্ষার্থীসহ অনেকে আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া শুরু হয়েছে।