Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমা চেয়ে চবি প্রশাসনকে পদত্যাগের আহ্বান ছাত্রদলের

চবি করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৯:২৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ২০:১৪

চবি প্রশাসনের পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে বলেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে চবি শাখা ছাত্রদলের নেতারা এ দাবি জানান।

লিখিত বক্তব্যে তিন দফা দাবি তুলে ধরেন চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। দাবিগুলো হচ্ছে- শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে চবি প্রশাসনের পদত্যাগ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইটে এক নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। রাতভর সংঘর্ষে কয়েক শতাধিক শিক্ষার্থী আহত হলেও প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন নীরব থাকে। পরে সেনাবাহিনী প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আজ (রোববার) সকালে স্থানীয় সন্ত্রাসীরা আবারও শিক্ষার্থীদের ওপর হামলা চালালে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চবি প্রশাসন ব্যর্থ হয়েছে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনসহ অন্যান্য নেতাকর্মীরা ছিলেন।

সারাবাংলা/এমআর

আহ্বান ক্ষমা চবি চেয়ে ছাত্রদল পদত্যাগ প্রশাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর