Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অপশক্তি পরিস্থিতি জটিল করে তুলবে: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার মতো নানা ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে দেশের অপশক্তি সক্রিয় হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত জনগণ শঙ্কামুক্ত নয়। অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়, তাহলে অপশক্তি দেশের পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যাবে। আমরা সবাইকে সতর্ক থাকতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির নেতাকর্মীদের প্রতিজ্ঞা করতে হবে যে দলটি কখনো লক্ষ্যচ্যুত হবে না। ‘আমরা যারা জুলাই আন্দোলনে শহিদ হয়েছি তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। শহিদ নেতাকর্মীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে হবে।’

নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুথিগত সংস্কারের চেয়ে মানুষের অধিকার ও গণতান্ত্রিক মুক্তিই আমাদের প্রধান লক্ষ্য। তাই কোনোভাবেই মব ভায়োলেন্সকে প্রশ্রয় দেওয়া যাবে না।’

একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন।

ফখরুল বলেন, ‘বিএনপি এমন এক সময়ে জন্ম নিয়েছিল যখন দেশে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিল। স্বাধীনতার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময়ে জাতিকে নতুন জাতীয়তা ও দর্শন দিয়েছিলেন। তিনি মুক্তমনা অর্থনীতির ভিত্তি গড়ে অর্থনৈতিক উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।’

তিনি আরও জানান, দলের প্রস্তাবিত ৩১ দফা সংস্কার বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন আসবে। ‘আমাদের ৩১ দফা শুধু সংস্কার নয়, এটি একটি নতুন ইতিহাস রচনার নকশা।’

ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত যে সংস্কারগুলোতে ঐকমত্য হয়েছে, বিএনপি সেগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দিয়েই পার্লামেন্ট গঠিত হবে। আমরা কারো হুমকির কাছে মাথা নত করব না।’

সভায় বিএনপির শীর্ষ নেতারা জুলাই মাসে নিহত ও শহিদ হওয়া নেতাকর্মীদের স্মরণ করেন। তারেক রহমান বলেন, ‘জুলাই আন্দোলন প্রমাণ করেছে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিতে প্রস্তুত। শহিদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকবে।’

সারাবাংলা/এফএন/এসএস

অন্তর্বর্তী অপশক্তি জটিল তারেক রহমান পরিস্থিতি ব্যর্থ সরকার

বিজ্ঞাপন

শেষ ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি
৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০

আরো

সম্পর্কিত খবর