Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন: প্রতিরোধ পর্ষদের নির্বাচনি ইশতেহার ঘোষণা

ঢাবি করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২০:০০ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪২

বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়েছে।

ঢাকা: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বাম ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। এ সময় তারা “সমতায়-প্রতিরোধে, নিরাপদ ক্যাম্পাস” স্লোগানকে সামনে রেখে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন।

ঘোষিত ইশতেহারের মধ্যে রয়েছে ডাকসুর কাঠামোর সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মানোন্নয়ন, গবেষণায় অগ্রাধিকার, আবাসন সংকট নিরসন,নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণ, সকল জাতিসত্তার অধিকার নিশ্চিতকরণ।

বিজ্ঞাপন

এতে আরও রয়েছে, খাদ্য এবং পুষ্টিমান সুরক্ষা, শারীরিক স্বাস্থ্য সুরক্ষ, মানসিক স্বাস্থ্য সুরক্ষা, লাইব্রেরি, সেমিনার, রিডিংরুম ও কমনরুম উন্নয়ন, বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থাকে সচলকরণ, মুক্ত পরিসর পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ, সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিস্তার, পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং ক্রীড়া খাতে উন্নয়ন,পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা।

গণতন্ত্র, স্বায়ত্তশাসন ও মতপ্রকাশের অধিকার নিশ্চিতকরণ এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সংরক্ষণের প্রতিশ্রুতিও রয়েছে এতে।

সারাবাংলা/এসডব্লিউ

ডাকসু নির্বাচন নির্বাচনী ইশতেহার ঘোষণা প্রতিরোধ পর্ষদ বাম ছাত্র সংগঠন

বিজ্ঞাপন

শেষ ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি
৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০

আরো

সম্পর্কিত খবর