ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) এর আয়োজনে টিএসসিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF)।
রোববার (৩১ আগস্ট) থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদান ও তাদের প্রতিভা প্রদর্শনে একটি বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চ প্রদানের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০৭ সাল থেকে প্রতি বছর International Inter University Short Film Festival (IIUSFF) আয়োজন করে এসেছে।
পূর্বের আসরগুলোর ন্যায় এবারও উৎসবের ১৬তম আসরে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরার প্রচেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এবারের আসরে প্রতিপাদ্য বিষয় বাঙ্গালি সংস্কৃতির একটি অতি সাধারণ কিন্তু অবিচ্ছেদ্য উপাদান ‘তালপাখা’। বাংলার এই ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরতে তালপাখার আদলে সাজানো হয়েছে উৎসব প্রাঙ্গণ টিএসসি।
বিকাল সাড়ে ৪টায় টিএসসি অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্বপবিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি রোকনুজ্জামান তোহা। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রখ্যাত নির্মাতা, চলচ্চিত্র সংসদ আন্দোলনকর্মী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের সদস্য ও চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত ছিলেন। আজ উৎসবের প্রথম দিন সাধারণ চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রদর্শিত হয় নির্বাচিত শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো।
আগামীকাল উৎসবের ২য় দিনেও চারটি পর্বে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। এছাড়া বিকাল সাড়ে তিনটায় ‘স্বাধীন চলচ্চিত্র এবং সাম্প্রতিক বাজার প্রবণতা’ শীর্ষক IIUSFF Talks এর একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম এবং প্রযোজক ও সম্পাদক বায়েজিদ খান এই পর্বে উপস্থিত থাকবেন। সেখানে তারা স্বাধীন চলচ্চিত্র নির্মাণের প্রতিকূলতা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন।
এবারের আসরে ৭০টিরও বেশি দেশ থেকে প্রায় ১৪৩৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। অনুষ্ঠানের উৎসবের সহযোগী হিসেবে রয়েছে ঢাকাস্থ রয়েল নরওয়েজিয়ান দুতাবাস এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) বাংলাদেশ। অনুষ্ঠানের প্রদর্শনী সহযোগী হিসেবে রয়েছে স্টার সিনেপ্লেক্স।
২ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে। উৎসবটির সবগুলো প্রদর্শনী সম্পূর্ণ বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত।