Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে সোমবারের সব পরীক্ষা স্থগিত ঘোষণা

চবি করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২০:৩২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো : শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের প্রেক্ষিতে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই কারণে আজকের (রোববার) সকল পরীক্ষাও স্থগিত ছিল।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ সারাবাংলাকে বলেন, ‘আজ (রোববার) আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের অনেকেই হাসপাতালে ভর্তি। সবকিছু বিবেচনা করে আগামীকাল সকল বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা এখন মিটিং করছি। বাকি সিদ্ধান্ত পরে জানানো হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর