Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিএল ২০২৫
রেকর্ড গড়া ইনিংস খেলে প্রশংসায় ভাসছেন সাকিব

স্পোর্টস ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০০

সিপিএলে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন সাকিব

ক্রিকেটে ফেরার পর থেকে বল হাতে জ্বলে উঠেছেন অনেকবার। তবে ব্যাটিংটা যেন কিছুতেই আগের মতো করতে পারছিলেন না। সাকিব আল হাসানের ব্যাট অবশেষে হেসেছে। সিপিএলে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন সাকিব। দল না জিতলেও সাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন সতীর্থরা।

সেন্ট লুসিয়ার বিপক্ষে মাত্র ২০ বলেই হাফ সেঞ্চুরি পেয়েছেন সাকিব। শেষ পর্যন্ত মাত্র ২৬ বলে ৬১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

২০৪ রানের পুঁজি পেলেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচটি হেরেছে সাকিবের দল।

অ্যান্টগার অধিনায়ক ইমাদ ওয়াসিম ম্যাচ শেষে সাকিবের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন, ‘পাওয়ারপ্লেতে ২ উইকেট হারানোর পর সাকিব এসে দারুণ একটি ইনিংস খেলেছে। এটা দারুণ ছিল পরে ফ্যাবিয়ান অ্যালেন যা ভালোভাবে করতে পারে তাই করেছে। ভালো স্কোর ছিল তবে ফিল্ডিংটাই ভুগিয়েছে আমাদেরকে।’

বিজ্ঞাপন

সাকিবের আরেক সতীর্থ আমির জাঙ্গুও প্রশংসায় ভাসিয়েছেন তাকে,  ‘সাকিব ছিল একদম ‘ক্লাস’। আমার মনে হয় সে আমার কাজ আরও সহজ করে দিয়েছে। যেভাবে সে ক্রিজে এসেই বলকে আঘাত করা শুরু করেছে, তাতে আমার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে।’

৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে আছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।

সারাবাংলা/এফএম

সাকিব আল হাসান সিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর