ঢাকা: মৌসুমি বায়ুর সক্রিয়তার তারতম্যের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আবহাওয়া পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
সোমবার (১ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলতে পারে। ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে—৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে—২৩.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ভ্যাপসা গরম ও হালকা বৃষ্টির মিশ্র আবহাওয়াই আজ ঢাকাবাসীর সঙ্গী।
বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলক কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এ কারণে কোথাও ভারী বর্ষণ, আবার কোথাও ভ্যাপসা গরম—এই দুইয়ের মিশ্র অভিজ্ঞতা তৈরি হচ্ছে।
আজকের দিনটিতে সমুদ্রবন্দরে কোনো ধরনের সতর্কবার্তা নেই। একইভাবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতেও কোনো সতর্ক সংকেত জারি হয়নি। ফলে নদী ও সমুদ্রপথে চলাচল আপাতত স্বাভাবিক থাকছে।
আজকের দিনে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সোমবার সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে, তখন তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। অর্থাৎ, সেপ্টেম্বরের শুরুতেই তাপমাত্রার ওঠানামা অনুভূত হবে দেশজুড়ে।