ঢাকা: রাজধানী ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আইকিউএয়ারের রিয়েল টাইম এয়ার কোয়ালিটি সূচক অনুযায়ী, বিশ্বের প্রধান দূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। এ সময় ঢাকার স্কোর ছিল ১৪০, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের বায়ুদূষণকে নির্দেশ করে।
আইকিউএয়ারের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ (স্কোর ১৮০)। দ্বিতীয় স্থানে কাতারের দোহা (১৫৯) এবং তৃতীয় স্থানে আজারবাইজানের বাকু (১৪৯)। চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশে রাজধানী ঢাকা (১৪০)।
বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের সূচক অনুযায়ী, ঢাকার বাতাসে আজও দূষণের মাত্রা এতটাই বেশি যে তা সুস্থ মানুষের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের জন্য ক্ষতিকর।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5। এ ধরনের কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত মানমাত্রার তুলনায় অনেক বেশি।
আইকিউএয়ারের পরামর্শ—
–বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
-খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলতে হবে।
-ঘরে জানালা-দরজা বন্ধ রাখা ভালো।
পরিবেশবিদদের মতে, এমন দূষণ দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এই পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ।