বঙ্গবীর এম এ জি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে প্যারিসের শাহজালাল হলরুমে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত সংগঠক তাইজুল ফয়েজ, নুর খান, হাজী কাওছার আহমদ, বাংলাদেশ কমিউনিটি ওভার বিলিয়ে মাদ্রাসার মুহতামিম হাফিজ জিল্লুর রহমান, জয়নাল আবেদীনসহ প্রবাসী কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া, সংগঠনের সহ-সভাপতি আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক লুকুছ মিয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, সাহেদ আহমদ, মাতাব হোসেন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন।
বক্তারা তাদের আলোচনায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর বর্ণাঢ্য জীবন, তার নেতৃত্ব, দেশপ্রেম ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।