আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে মৃত্যুর সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরও ৫০০ জন।
রোববার রাতে ঘটে যাওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে।
তালেবান সরকারের একাধিক সূত্র বলছে, ভয়াবহ এই ভূমিকম্পে কয়েক ডজন বাড়ি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। এদিকে, সরকারি কর্মকর্তারা প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে উদ্ধার কাজে সহায়তা করার জন্য মানবিক সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন। ভূমিধস এবং বন্যার কারণে কিছু এলাকায় কেবল আকাশপথে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়েছে।
আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।’
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কুনার প্রদেশ। এই অঞ্চলের রাস্তাগুলো অনেক সরু হওয়ায় উদ্ধার তৎপরতা চালানো বেশ কঠিন।
এর আগেও, ২০২২ সালে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষের নিহত হয়।