Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় বজ্রপাতে কাঁকড়া শিকারির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৯

বজ্রপাত (প্রতীকী ছবি)

ভোলা: ভোলায় বজ্রপা‌তে এক কাঁকড়া শিকারির মৃত‌্যু হ‌য়ে‌ছে। সোমবার (১ সে‌প্টেম্বর) বি‌কেলে মনপুরা উপ‌জেলার কলাত‌লি ইউনিয়‌নের কা‌জির চর এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহ‌তের নাম জীবন চন্দ্র দাস (৫০)। তি‌নি ভোলার মনপুরা উপ‌জেলার বি‌চ্ছিন্ন কলাত‌লি ইউনিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের হিন্দু আবাসন গ্রা‌মের র‌মেশ চন্দ্র দা‌সের ছে‌লে।

স্থানীয়রা জানান, বি‌কেল সা‌ড়ে ৪ টার দি‌কে বজ্রপাত শুরু হয়। এ সময় জীবন চন্দ্র দাস কাঁকড়া শিকার কর‌ছি‌লেন। হঠাৎ বজ্রপাত তার গাঁ‌য়ে পড়লে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, ‘খবর পে‌য়ে ঘটনাস্থল পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।’

বিজ্ঞাপন

বজ্রপাতে মনপুরার বি‌ভিন্ন ইউনিয়‌নের ৫-৬টি গরু মারা যাওয়ার খবর শু‌নেছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর