Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, জাকার্তায় সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৫ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ০০:১০

ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট সদস্যদের বিলাসবহুল সুযোগ-সুবিধা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। এর জেরে রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) হাজার হাজার মানুষ দেশজুড়ে বিক্ষোভে অংশ নেয়। ফলে দেশটির শেয়ারবাজার ৩ শতাংশের বেশি নিচে নেমে যায়। জনগণের ক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার পূর্বনির্ধারিত চীন সফর বাতিল করেছেন। বিক্ষোভকারীরা পার্লামেন্টের সংস্কার ও জবাবদিহিতা দাবি করছেন।

জাকার্তা থেকে এএফপি জানায়, সোমবার বিকেলে অন্তত ৩০০ জন বিক্ষোভকারী ন্যাশনাল পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন। এ সময় সেনারা টহল দেন। এছাড়া সুমাত্রা দ্বীপের পালেমবাং, বোর্নিও দ্বীপের বানজারমাসিন এবং জাভার ইয়োগ্যাকার্তাতেও হাজারো মানুষ প্রতিবাদে অংশ নেন।

বিজ্ঞাপন

বিক্ষোভে অংশ নেওয়া ২০ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফতা কাইসিয়া কামেলিয়া বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো পার্লামেন্টের সংস্কার। আমরা চাই পার্লামেন্ট আমাদের সঙ্গে সরাসরি কথা বলুক। কারণ পার্লামেন্ট সদস্যরা আমাদের প্রতিনিধি।’

তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, তারা কি দেশে সামরিক আইন জারির অপেক্ষা করছে?

গত সপ্তাহে এমপিদের আবাসন ভাতা নিয়ে বিক্ষোভ শুরু হয়, যা জাকার্তায় ন্যূনতম মজুরির প্রায় ১০ গুণ। ব্যাপক সমালোচনার মুখে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও সংসদ নেতারা এ সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন।

শুরুতে এ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তবে পরবর্তীতে তা সহিংস রূপ ধারণ করে, বিশেষ করে বৃহস্পতিবার রাতে ২১ বছর বয়সী ডেলিভারি কর্মী আফফান কুরনিয়াওয়ানকে একটি পুলিশের ভ্যান চাপা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস হয়ে ওঠে।

জাকার্তা থেকে এ বিক্ষোভ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। প্রাবোও ক্ষমতায় আসার পর এটিই দেশটিতে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা।

সোমবার পুলিশ রাজধানীজুড়ে চেকপোস্ট বসায়, সেনা-পুলিশ যৌথ টহল ও কৌশলগত স্থানে স্নাইপার মোতায়েন করা হয়। শহরের যে রাস্তাগুলো সাধারণত যানজটে স্থবির থাকে, সেগুলো অনেকটাই ফাঁকা ছিল।

এএফপির এক সাংবাদিক জানান, শত শত সেনা শহরের জাতীয় স্মৃতিস্তম্ভ ও প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মোতায়েন করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, রোববার প্রাবোওর বক্তব্য এবং সংসদের এমপি ভাতা প্রত্যাহারের ঘোষণা বিক্ষোভ প্রশমনে যথেষ্ট নয়।

৬০ বছর বয়সী নাস্তার দোকানি সুয়ার্দি বলেন, ইন্দোনেশিয়ার সরকার সম্পূর্ণ বিশৃঙ্খল। মন্ত্রিসভা ও পার্লামেন্ট জনগণের দাবির কথা শোনে না।

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় প্রতারিত হয়েছি। তাই মানুষ সবসময় ক্ষুব্ধ থাকে। কারণ আমাদের দাবি কখনোই পূরণ করা হয়নি।’

বিক্ষোভের প্রভাবে সোমবার সকালে ইন্দোনেশিয়ার শেয়ারবাজার ৩ শতাংশের বেশি নিচে নেমে যায়।

শুক্রবার পুলিশের ভ্যানচাপায় আফফানের মৃত্যুর প্রতিবাদ আরও তীব্র হয়। এ ঘটনায় সাত পুলিশ সদস্যকে তদন্তের জন্য আটক করা হয়েছে।

এ সংকটে প্রেসিডেন্ট প্রাবোও চীন সফর বাতিল করেছেন। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান উপলক্ষে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।

গত কয়েক দিনে বেশ কয়েকজন এমপির বাড়িতে লুটপাট হয়েছে। এ সময় অর্থমন্ত্রীর বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে।

রোববার প্রতিরক্ষামন্ত্রী স্যাফ্রি শামসুদ্দিন সতর্ক করে বলেন, লুটপাটকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

গত শুক্রবার মাকাসারে একটি কাউন্সিল ভবনে বিক্ষোভকারীদের লাগানো আগুনে অন্তত তিনজন নিহত হয়। একই শহরে ভুলক্রমে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এছাড়া ইয়োগ্যাকার্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ছাত্র নিহত হয়।

পরিস্থিতি মোকাবিলায় শনিবার টিকটক ইন্দোনেশিয়ায় তাদের লাইভ ফিচার কয়েক দিনের জন্য বন্ধ করে দিয়েছে। দেশটিতে টিকটকের ব্যবহারকারী সংখ্যা ১০ কোটিরও বেশি।

সারাবাংলা/এসআর

ইন্দোনেশিয়া জাকার্তা বিক্ষোভে উত্তাল সেনা মোতায়েন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর