Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিএমপি কমিশনার নাজমুলকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

ড. মো. নাজমুল করিম খান

ঢাকা: গাজীপুরের পুলিশ কমিশনার (জিএমপি) ড. মো. নাজমুল করিম খানকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) অ্যাডিশনাল ডিআইজি (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ শরীফ উদ্দিন সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ড. মো. নাজমুল করিম খান, জিএমপি, গাজীপুর এর পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আপনাকে আগামী ২ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হলো।

এর আগে, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, রাস্তা বন্ধ করে কর্মস্থলে যাওয়া-আসা করায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসএস

কমিশনার গাজীপুর দায়িত্ব নাজমুল পুলিশ সরিয়ে হেডকোয়ার্টার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর