ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পর আলী হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফেসবুকে ওই ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে পোস্ট করেন।
শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা জানান, হুমকিদাতা আলী হোসেন শিবিরকর্মী হিসেবেই পরিচিত এবং তার ফেসবুকেও জামাতের প্রোগ্রামের ছবি রয়েছে। তবে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ দাবি, হুমকিদাতার বিরুদ্ধে প্রশাসনের কাছে শিবিরের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। ছেলেটি শিবিরের কেউ নন।
গণধর্ষণের হুমকি দেওয়া শিক্ষার্থী আলী হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।’
সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্রুত এ হুমকি ছড়িয়ে পড়লে আলী হোসেন প্রথমে আইডি ডিএকটিভ করে দেন। কিছুক্ষণ পর ক্ষমা চেয়ে পোস্ট করেন। তিনি লিখেন, ‘আমি দুঃখিত ভাই ও বোনেরা। আমি অতি উৎসাহী হয়ে খারাপ কথা উল্লেখ করে পোস্ট করছিলাম। ক্ষমাপ্রার্থী।’
আলী হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র