Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৯

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত দলের বৈঠক শেষে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে আলরাজী কমপ্লেক্স গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে বের হয়ে রাত পৌনে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় হামলার এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে খন্দকার লুৎফর রহমানকে উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ বলেন, ‘খন্দকার লুৎফর রহমান রাস্তা পার হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।’

বিজ্ঞাপন

এদিকে খন্দকার লুৎফর রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ছাড়া, রাতে পৃথক বিবৃতিতে লুৎফর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট।

উল্লেখ্য, গণঅধিকার পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২২টি রাজনৈতিক দল অংশ নেয়। বৈঠকে সর্বসম্মতভাবে ফ্যাসিবাদী শক্তি হিসেবে অবিলম্বে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচারসহ পাঁচ দফা দাবি গৃহীত হয়।

সারাবাংলা/পিটিএম

কুপিয়ে জখম গণ অধিকার পরিষদ জাগপা সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর