Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঁজোয়া ট্রেনে বেইজিংয়ে কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩০ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫১

বেইজিংয়ে পৌঁছেছেন কিম জং উন। ছবি: বিবিসি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। সাঁজোয়া ট্রেনে করে তিনি চীনে প্রবেশ করেন। সেখানে তিনি একটি সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ‘বিজয় দিবস’ কুচকাওয়াজে কিম চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে মিলিত হবেন। এটি তার প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক বৈঠক। সোমবার পিয়ংইয়ং থেকে তিনি রওনা দিয়েছেন।

১৯৫৯ সালের পর এই প্রথম কোনো উত্তর কোরিয়ার নেতা চীনের সামরিক কুচকাওয়াজে যোগ দিচ্ছেন। কিম ছাড়াও আরও ২৬ জন রাষ্ট্রপ্রধান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

২০১৫ সালের চীনের শেষ বিজয় দিবস কুচকাওয়াজে পিয়ংইয়ং তাদের শীর্ষ কর্মকর্তাদের একজনকে পাঠিয়েছিল। এবার কিমের নিজে উপস্থিত থাকা দুই দেশের সম্পর্কের গভীরতা বাড়ারই ইঙ্গিত।

সাধারণত, কিম খুব কমই বিদেশ ভ্রমণ করেন। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর তিনি শুধু দুইবার পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০১৯ সালে তিনি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে শেষবার বেইজিং সফর করেছিলেন। সেইবারও তিনি ট্রেনে ভ্রমণ করেছিলেন।

ট্রেনে ভ্রমণের এই ঐতিহ্য কিমের দাদা কিম ইল সুং শুরু করেছিলেন। তিনি ভিয়েতনাম ও পূর্ব ইউরোপেও ট্রেনে ভ্রমণ করেছিলেন। কিমের বাবা কিম জং ইল-ও ট্রেনে যাতায়াত করতেন, কারণ শোনা যায় তিনি নাকি প্লেনে চড়তে ভয় পেতেন।

একটি দক্ষিণ কোরিয়ান সংবাদমাধ্যমের মতে, কিমের সাঁজোয়া ট্রেনে প্রায় ৯০টি বগি রয়েছে, যার মধ্যে কনফারেন্স রুম, দর্শকদের কক্ষ এবং শয়নকক্ষও আছে।

সারাবাংলা/এইচআই

কিম জং উন চীন বেইজিং সাঁজোয়া ট্রেন

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৫

আরো

সম্পর্কিত খবর