ঢাকা: রাজধানীর আদাবরে দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখমের ঘটনায় ১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং এলাকায় একটি পুলিশ টহল দল ভিকটিম উদ্ধারে অভিযানে গেলে স্থানীয় কিছু দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে পুলিশ সদস্য আল-আমিনকে গুরুতর আহত করে এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।’
মুহাম্মদ তালেবুর বলেন, ‘সোমবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান হতে ১০২ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতার আসামিদের মধ্যে ১ থেকে ৫ নম্বর আসামিকে নিয়মিত মামলায় এবং বাকি ৯৭ জনকে ডিএমপি অধ্যাদেশের মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এ সময় তাদের হেফাজত হতে ২৫টি লাঠি, ১২টি সামুরাই তলোয়ার, ১১টি রড এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।