Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী হেনস্তার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪১

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্রার্থীর বিরুদ্ধে রিটকারী ঢাবির নারী শিক্ষার্থী প্রকাশ্যে গণধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে অবস্থান করেন তারা।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রূপন্তী রত্না বলেন, ‘এই বাংলাদেশে সরাসরি গণধর্ষণের মতে পদযাত্রার হুমকি দেওয়া হয়। আমি বিশ্বাস করি ঢাকা বিশ্বিবিদ্যালয়ের সকল শিক্ষার্থী তাদের বয়কট করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিয় বোনেরা ছাত্রী সংস্থার প্রকাশ ঘটেছে। নারীদের এই অবমাননা, লাঞ্ছনা, বডি শেপিং বয়স এই নিয়ে কথা বলা হয়। জবির ছাত্রী সংস্থার বোনেরা তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বলে আমি আশা করি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা সংগঠন থেকে নারীদের যে জায়গা তা দিতে হবে। নারীদের লাঞ্ছিত ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হলে তা বিচার চাইতে হবে। আমার বয়স কত, আমি বিবাহিত নাকি, বাচ্চা আছে কিনা তা পুরুষ সমাজের কনসার্ন না। আমি রীতিমতো ক্যাম্পাসে হয়রানির স্বীকার হই। নারীদেরকে নিয়ে এত কিছু হচ্ছে এইগুলা মানসিক অশান্তি। এইগুলা বন্ধ করা হোক।’

এসময় জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন , ‘২৪ আগস্ট না হলে সাদিক, ফরহাদ কি প্রকাশ্যে আসতো? আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য ছাত্রদলের যে ৩১ দফা তা সামনে রেখে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ যখন বিপদে পড়ে তখন কোনো কোনো জায়গা থেকে আওয়াজ উঠে যায়। এই বাংলাদেশে কোনো গণহত্যাকারীর ঠাঁই নেই, এই বাংলাদেশে কোনো গণধর্ষকের ঠাঁই নেই।’

তিনি আরও বলেন, ‘কিছু কিছু কুলাঙ্গার মব তৈরির চেষ্টা করছে। নারীদের তীর্যকভাবে দেখিয়ে দিতে চায়। একাত্তরে যেভাবে নারীদের দেখিয়ে দিতো এরা এখন সেভাবে দেখিয়ে দিতে চায়। প্রতিটা ক্যাম্পাসে কিছু কিছু মানুষ গুপ্ত রাজনীতি করে মব তৈরি করে। শিবির অস্বীকার করছে আলী হোসেন তাদের লোক নয়। বাংলাদেশের মানুষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেখতে চায় আপনারা কতজন লোক আছেন। ইন্টেরিম সরকারকে বলতে চাই ওদের এই গুপ্ত রাজনীতি আপনারা বন্ধ করুন। ছাত্রসংসদ নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে একদল লোক মব সৃষ্টি করেছে।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা গত ১৭ বছর নিজেদের ব্যানারে রাজনৈতিক মিছিল করেছি। এর ফলে আমাদের শত শত নেতাকর্মী হামলা, মামলা, গুম ও খুনের শিকার হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতাকে গুম করা হয়। তারা এখনও নিখোঁজ। কিন্তু এতো অত্যাচারের পরও ছাত্রদল অন্যকোনো আশ্রয় নেয় নি।

তিনি আরও বলেন, ‘শিবিরের অনেকে ছাত্রলীগের ছায়াতলে, ব্যানারে এমনকি পোস্টেড নেতা ছিলেন। এছাড়াও জুলাই-২৪ এর পর অনেক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্রলীগের সঙ্গে রাজনীতি করেছেন। তাদের অপকর্ম, অন্যায়কে আশ্রয় দিয়েছেন। যারা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে দাবি তুলেছিলেন, তারাও এখন শিবিরের সভাপতি-সেক্রেটারি। ৭১-এ আপনারা পাকিস্তানের পক্ষে কাজ করেছেন, এখনও তাদের আদর্শ ধারণ করছেন। আপনারা কখনোই বাংলাদেশ নামক দেশ চান নি।’

এছাড়াও অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল, রফিকুল ইসলাম, নাহিয়ান বিন অনিক, রাসেল মিয়া, ওহিদুজ্জামান তুহিন, জাহিদুল ইসলাম, রাশেদ খান, রাহাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সারাাবাংলা/এসএস

জবি ছাত্রদল নারী প্রতিবাদ বিক্ষোভ মিছিল হেনেস্থা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর