Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে গলা কেটে খুন করে স্বামীর আত্মহননের চেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৯

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বাসা থেকে এক তরুণীর গলাকাটা লাশ এবং তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, স্বামী তার স্ত্রীকে গলা কেটে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রেশমা আক্তারের (১৮) লাশ উদ্ধার পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তার স্বামী মোহাম্মদ ইব্রাহিম (২৯) একই হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ইব্রাহিমের বাড়ি সিলেট জেলায়। নোয়াখালীর বাসিন্দা রেশমাকে দুই বছর আগে বিয়ে করেন। তাদের আট মাস বয়সী জান্নাত নামে এক মেয়ে আছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ সারাবাংলাকে জানান, রেশমার ফুপুর বাসা ইছানগর ডায়মন্ড সিমেন্ট কোম্পানির মালিকের বাড়ির পেছনে নুর হোসেন কলোনিতে। ফুপু পেয়ারা বেগম ও তার স্বামী সবুজ মিয়া দু’জনই কারখানায় চাকরি করেন।

তিনি বলেন, ‘১৩ দিন আগে ইব্রাহিম ও রেশমা তাদের মেয়েকে নিয়ে পেয়ারা বেগমের বাসায় বেড়াতে আসেন। আজ (মঙ্গলবার) সকালে পেয়ারা ও সবুজ কর্মস্থলে চলে যান। বিকেল ৫টার দিকে সবুজ বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে সবুজ টিনের চালে উঠে ফাঁক দিয়ে দেখেন, ইব্রাহিম সিলিংয়ের সঙ্গে ঝুলছে।’

ওসি আরও বলেন, ‘সবুজ প্রতিবেশি কয়েকজনকে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। দেখতে পান, আরেক কক্ষে রেশমার গলা কাটা রক্তাক্ত লাশ পড়ে আছে। তার পাশে মেয়ে জান্নাত শুয়ে আছে। সবুজকে নামানোর পর জীবিত আছে বুঝতে পেরে তাকে দ্রুত হাসপাতালে নেন তারা।’

এদিকে খবর পেয়ে পুলিশ গিয়ে রেশমার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। হাসপাতালে গিয়ে ইব্রাহিমকে নিজেদের হেফাজতে নেয়।

হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে ওসি শরীফ বলেন, ‘তারা প্রেম করে বিয়ে করেছে। যদিও গত ১৩ দিনের মধ্যে তাদের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য দেখেনি ফুপু-ফুপা, তারপরও আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে, পারিবারিক কলহের জের ধরে ইব্রাহিম তার স্ত্রীকে গলা কেটে খুন করার পর সে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

আত্মহনন খুন চেষ্টা স্ত্রী স্বামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর