Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৮

সুনামগঞ্জ : সুনামগঞ্জে জেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ হলরুমে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সহকারী কমিশনার নাসরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সুচিত্রা রায়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেন, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র দাস ও অ্যাডভোকেট খলিল রহমান।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় জগন্নাথপুর উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত সিদ্দিকা তাহা ও সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দিবস তালুকদার।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপশ শীলসহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এ বছর জেলা মেধাবৃত্তি পরীক্ষায় ২৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে ২৫ জন বৃত্তি পেয়েছে।

সারাবাংলা/এসআর

বৃত্তি প্রদান মেধাবৃত্তি পরীক্ষা সংবর্ধনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর