Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন বহিষ্কার

ঢাবি করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৬

শিক্ষার্থী আলী হুসেন।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট করায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গণধর্ষণের’ হুমকি দেয়া শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর হতে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। শিক্ষার্থী আলী হুসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। তার বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর