Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৫ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছেন তারা। বাংলাদেশের সামনে নেদারল্যান্ডসকে আজ হোয়াটওয়াশের হাতছানি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টসের লড়াইয়ে হেরেছেন লিটন দাস। টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশে এসেছে পাঁচটি পরিবর্তন। বাদ পড়েছেন দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান, দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।

সিরিজে প্রথমবারের মতো খেলবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন। এক ম‍্যাচ পর দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

নেদারল্যান্ডস একাদশে এসেছে একটি পরিবর্তন। সিকান্দার জুলফিকারের পরিবর্তে দলে এসেছেন টিম প্রিংগেল।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তানজিম হাসান।

নেদারল্যান্ডস একাদশ- ম্যাক্স ওদুদ, বিক্রমাজিত সিং, অনি তেজা, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, টিম প্রিংগেল, কাইল কেলিন, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন, ড্যানিয়েল ডোরাম।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১

আরো

সম্পর্কিত খবর