Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ বছর পর মহেশখালী সাংহাই-সিঙ্গাপুরের মতো উন্নত হবে: বিডা চেয়ারম্যান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮

সংবাদ ব্রিফিংয়ে বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

ঢাকা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ৩০ বছর পর মাতারবাড়ী ও মহেশখালীকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের বন্দরের মতো উন্নতমানের বন্দর তথা কমার্শিয়াল হাব হিসেবে দেখতে চাই। এ সময়ের মাধ্যমে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিডার নির্বাহী সভাপতি বলেন, ‘আগামী ১২০ দিনের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে।’

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (এমআইডিএ) মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৩ হাজার একর আয়তনের জমিতে তিনটি ধাপে (২০২৫ থেকে ২০৩০, ২০৩০ থেকে ২০৪৫ ও ২০৪৫ থেকে ২০৫৫) এর কার্যক্রম বাস্তবায়িত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/এইচআই

বিডা মহেশখালী সাংহাই-সিঙ্গাপুর

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৫

আরো

সম্পর্কিত খবর