Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৫

শিশু আব্দুল্লাহ।

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের একদিন পর আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তর পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি উত্তরপাড়া হাবিবুর রহমান হবুর ছেলে। এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে নানিকে খুঁজতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুপুত্র আব্দুল্লাহকে নানা আজাদের কাছে গ্রামে রেখে জীবিকার জন্য হাবিবুর রহমান সস্ত্রীক ঢাকায় থাকেন। মঙ্গলবার আজাদের স্ত্রী তার নাতিনকে রেখে হাঁসের খাবারের জন্য শামুক খুঁজতে বের হয়। সকালে নানিকে না পেয়ে আব্দুল্লাহ ডোবার পাড়ে গিয়ে নিখোঁজ হয়। স্বজনরা খোঁজাখুঁজির পর শিশুটির সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বুধবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন।

বিজ্ঞাপন

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মামুন ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করে খবরের সত্যতা নিশ্চিত করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর