কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার ১০মাইল এলাকায় দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারে থাকা ফরিদা ইয়াসমিনের মাথা ও কপালে আঘাত পেয়েছেন। দুর্ঘটনায় আহত অপর দুইজনের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমাম বলেন, ‘ফরিদা ইয়াসমিনের মাথায় ও কপালে আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তিনি শঙ্কা মুক্ত।’
কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু উবায়েদ জানান, ‘বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া শহর থেকে প্রাইভেটকার যোগে তার নিজ বাড়ি ভেড়ামারার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ফরিদা ইয়াসমিনসহ তিনজন আহত হন। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।’